প্রতিটি শিশুর সামগ্রিক শিক্ষার অন্যতম পীঠস্থান

শিক্ষা হল জাতির মেরুদন্ড এবং শিশুরা হল জাতির ভবিষ্যৎ। শিক্ষার মাধ্যমে শিশুদের মধ্যে মনুষ্যত্বের বিকাশ ঘটানোর সাথে সাথে অন্তরের প্রতিভাকে জাগ্রত করা হল আমাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

সুস্থ, সামাজিক, দূষণ মুক্ত, পরিবেশে শিশুর সার্বিক বৃদ্ধি

উন্মুক্ত পরিবেশ, বাচ্চাদের উপযোগী পরিকাঠামো, বাচ্চাদের সাথে মিশে খেলার ছলে পড়ানো আমাদের বৈশিষ্ট্য। আমাদের শিক্ষকরা পাঠ্যপুস্তকের লেখা প্রানবন্ত ভাবে শিক্ষার্থীদের সামনে তুলে ধরে যার ফলে ক্লাস হয় আনন্দমুখর।

প্রতিটি শিশুর সামগ্রিক শিক্ষার অন্যতম পীঠস্থান

প্রতিটি শিশুর মধ্যে লুকিয়ে থাকে সুপ্ত প্রতিভা। বিদ্যালয়ের পরিকাঠামোর মধ্যে সেই সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে, তাকে প্রকৃত মানুষ করে তোলা হল শিক্ষা প্রতিষ্ঠানের কাজ। কারণ শিক্ষক শিক্ষিকারা হল মানুষ গড়ার কারিগর।

সুস্থ, স্বাভাবিক, মুক্ত পরিবেশে সমস্ত শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ।। মালদা জেলার উন্নতমানের বেসরকারী কম্বাইন্ড মিডিয়াম (বাংলা + ইংলিশ) শিক্ষা প্রতিষ্ঠান।। 2026 শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে।।

Welcome to S.K. Bright Academy

এস. কে. ব্রাইট একাডেমী,হল নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রীর বুদ্ধিমত্তা এবং সার্বিক বৃদ্ধি বিকাশের পীঠস্থান। এটি বাংলা মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান। আমরা শিশুদের পড়াশুনার উপযুক্ত, সঠিক বিকাশের উপযোগী পরিকাঠামো গড়ে তুলেছি। যেখানে তারা খুব সহজেই মানিয়ে নিতে পারে এবং পড়াশুনার পাশাপাশি খেলাধুলা আনন্দ উপভোগ করতে পারে

নিজস্ব স্কুলবাস, স্মার্ট ক্লাসরুম, সবধরনের খেলাধুলার সামগ্রী, কম্পিউটার ক্লাস, ছবি আঁকা, নাচ, কবিতা আবৃত্তি, খেলাধুলা সহ সমস্ত আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন দূষণ মুক্ত পরিবেশে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের বিদ্যালয়ের অন্যতম অংশ হল Day Boarding। স্কুলের নির্দিষ্ট পঠন পাঠনের পরে সন্ধ্যা ৭টা পর্যন্ত আমাদের এই Day Boarding। যেখানে বিদ্যালয়ের ছুটির পর দুপুরের খাবার, পড়াশুনা, বিকালের জলখাবার দেওয়ার ব্যবস্থা আছে।

ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশের জন্য আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে পঠন-পাঠনের পাশপাশি দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, নৈতিক বিকাশ, সামাজিক বিকাশ, ভাষার বিকাশ এবং অভ্যাস গঠনে জোর দিয়ে থাকি।

News & Events

summer vacation 2025
24 May, 2025
summer vacation 26.05.2025 to 10.06.2025
Morning School
10 May, 2025
Morning School
Holiday list
10 Jan, 2025
SKBA Holiday list 2025

বিদ্যালয় প্রতিষ্ঠাতার বার্তা

সম্মানীয় অভিভাবকবৃন্দ,

আপনাদের ভালোবাসাকে সম্বল করে এস. কে. ব্রাইট একাডেমী সাফল্যের সঙ্গে ছয় বছর অতিক্রম করল। সমাজের প্রতি আমরা দায়বদ্ধ এবং সেই দায়বদ্ধতা থেকেই প্রতিটি সন্তানকে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং তাদের মধ্যে আদর্শ মূল্যবোধ জাগিয়ে তোলায় আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য পরিপূরনের উদ্দেশ্যে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত নিপুণভাবে শিক্ষা পরিষেবা প্রদানের সবরকম প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। এই প্রচেষ্টায়  ছাত্র-ছাত্রী থেকে অভিভাবক, শিক্ষক থেকে শিক্ষাকর্মী সকলেই আন্তরিকভাবে খুশি। বর্তমান দিনে চতুর্দিকে অগণিত শিক্ষা প্রতিষ্ঠান গজিয়ে উঠছে। সরকারি সুযোগ-সুবিধাও কম নয়। কিন্তু প্রায় সবই সার্টিফিকেট সর্বস্ব। রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয়- "শিক্ষাকে কেবল বহন করিয়াই চলিলাম, বাহন করিতে পারিলাম না"। তাই আমরা এমন গুণমান সম্পন্ন শিক্ষা প্রদান করতে চাই, যে শিক্ষাকে বহন করে এস. কে. ব্রাইট একাডেমী-র ছাত্র-ছাত্রীরা সমাজ বা দেশ তথা বিশ্বের ফ্রন্ট পেজে নিজেদের স্থান করে নেবে।

John Dewy-র ভাষায় "School is the miniature form of society". তাই সুনিয়ন্ত্রিত, সুগঠিত সুসমাজ বা দেশ তথা সর্বাত্মক সুন্দর পৃথিবী গঠনের লক্ষ্যে শিশু শিক্ষার্থীকে সুষম সঠিক সুশিক্ষা প্রদান অত্যন্ত প্রয়োজনীয়, যা আমাদের অন্যতম দায়িত্ব ও কর্তব্য। বিশ্বজুড়ে আজ মূল্যবোধ শিক্ষার বড়ই অভাব। আদর্শ ও মূল্যবোধ বর্জিত পাঠক্রমের মাধ্যমে অধিকাংশ আধুনিক শিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা সমাজের সম্পদ হওয়ার পরিবর্তে আত্মকেন্দ্রিক মানুষে পরিণত হচ্ছে। আমরা তাই শুরু থেকেই সাধারণ পাঠক্রমের সঙ্গে আদর্শ ও মূল্যবোধের শিক্ষাকে গুরুত্বের সাথে সংযোজন করেছি। প্রতিটি শিশুকে দেখাতে হবে স্বপ্ন, জাগাতে হবে স্বপ্নপূরণের আত্মবিশ্বাস, বোঝাতে হবে নিরলস পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি। লক্ষ্যকে সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য আমাদের পাশে আছেন আমাদের অভিজ্ঞ  শিক্ষক-শিক্ষিকা মন্ডলী। আর আমরা আছি ভালোবাসার আঁচলের ছায়াই আগলে রেখে  রেখে প্রতিটি শিশুকে শ্রদ্ধাপরায়ণ ও সুনাগরিক গড়ে তুলতে। মহান সৃষ্টিকর্তার সাহায্য, আপনাদের ভালোবাসা এবং  আমাদের নিরলস প্রচেষ্টা আমাদের সফলতার দিকে এগিয়ে দেবে এ বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।

Mr. A. Rahman(Sakiul)
FOUNDER OF S.K. Bright Academy

সুযোগ - সুবিধা:

নিজস্ব খেলার মাঠ
কচিকাঁচা থেকে বড়দের জন্য উপযুক্ত খেলা ও আনন্দের জন্য সবুজ, বড় মাঠ।
অভিভাবকদের সাথে সংযোগ স্থাপন
নিয়মিত SMS, WhatsApp Messenger এর মাধ্যমে বিদ্যালয়ের প্রতিটি খবর জানানো হয়।
কম্পিউটার ক্লাস
সমস্ত বয়েসে ছাত্রছাত্রীদের জন্য নির্দিষ্ট কম্পিউটার শিক্ষার ক্লাস।
বিদ্যাল়ের নিজস্ব স্কুলবাস
দূরের ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য নিজস্ব স্কুলবাস।
আধুনিক স্মার্ট ক্লাসরুম
প্রতিটি শ্রেণীকক্ষ আধুনিক সুবিধা সম্পন্ন।

Find us on Google Map