বর্তমান বিশ্বের সাথে চলতে হলে কম্পিউটার জ্ঞ্যান অত্যন্ত জরুরী। তাই আমাদের বিদ্যালয়ের পাঠ্যক্রমে কম্পিউটার শিক্ষার উপর বিশেষ জোর দেওয়া হয়। প্রতিটি ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য কম্পিউটার ক্লাসের ব্যবস্থা আছে। বিদ্যালয়ে নির্দিষ্ট কম্পিউটার ক্লাসরুম আছে।
মাতৃভাষা বাংলার পাশাপাশি ইংরেজি শেখা এবং শুরু থেকেই ইংরেজিতে কথাতে পারদর্শী করার লক্ষ্যে আমরা শিশুদের স্পোকেন ইংলিশ ক্লাস করিয়ে থাকি। কারণ বর্তমান সমাজে সফল ভবিষ্যৎ গড়তে ইংলিশ জানা অত্যন্ত জরুরী।
একজন শিক্ষার্থীর সার্বিক বিকাশের জন্য পড়াশুনার সাথে সাথে বিভিন্ন ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকা আবশ্যক। তাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে নৃত্যকলা শিক্ষার ব্যবস্থা আছে। নাচের মাধ্যমে একটি শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধি ঘটে।
আমাদের দেশের সংস্কৃতির অংশ হিসাবে আমাদের বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষাকে বিশেষ প্রধ্যান্য দেওয়া হয়। প্রতি সপ্তাহে গানের নির্দিষ্ট ক্লাস হয়।
প্রকৃতির সাথে শিশুদের আত্মিক সংযোগের মাধ্যম হল খেলাধুলা। এছাড়া খেলাধুলার মধ্য দিয়ে একটি শিশুর মধ্যে সহযোগিতা, সহানুভূতি প্রকাশ, সৌভাতৃত্ববোধ, সহমর্মিতা বোধ গড়ে ওঠে। আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে ছোটো বড়ো সবার জন্য উপযুক্ত খেলার মাঠ আছে। খেলার বিভিন্ন সামগ্রী এবং ছোটো বাচ্ছাদের জন্য আলাদভাবে খেলার সরঞ্জাম আছে।
পাঠ্যক্রম বহির্ভূত বিভিন্ন কার্যক্রমের মধ্যে আবৃত্তি ক্লাস হল অন্যতম। বিদ্যালয়ে আবৃত্তি শেখানো হয় এবং বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পাঠের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে সাংস্কৃতিক বোধ জাগ্রত করা হয়।