এস. কে. ব্রাইট একাডেমী হল নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রীর বুদ্ধিমত্তা এবং সার্বিক বৃদ্ধি বিকাশের পীঠস্থান। এটি বাংলা মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান। আমরা শিশুদের পড়াশুনার উপযুক্ত, সঠিক বিকাশের উপযোগী পরিকাঠামো গড়ে তুলেছি। যেখানে তারা খুব সহজেই মানিয়ে নিতে পারে এবং পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও আনন্দ উপভোগ করতে পারে।
নিজস্ব স্কুলবাস, স্মার্ট ক্লাসরুম, সবধরনের খেলাধুলার সামগ্রী, কম্পিউটার ক্লাস, ছবি আঁকা, নাচ, কবিতা আবৃত্তি, খেলাধুলা সহ সমস্ত আধুনিক সুবিধা সম্পন্ন দূষণ মুক্ত পরিবেশে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের বিদ্যালয়ের অন্যতম অংশ হল Day Boarding। স্কুলের নির্দিষ্ট পঠন পাঠনের পরে সন্ধ্যা ৭টা পর্যন্ত আমাদের এই Day Boarding। যেখানে বিদ্যালয়ের ছুটির পর দুপুরের খাবার, পড়াশুনা, বিকালের জলখাবার দেওয়ার ব্যাবস্থা আছে।
ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশের জন্য আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে পঠন-পাঠনের পাশপাশি দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, নৈতিক বিকাশ, সামাজিক বিকাশ, ভাষার বিকাশ এবং অভ্যাস গঠনে জোর দিয়ে থাকি।
শিক্ষার পাশাপাশি দৈহিক বিকাশ খুবই জরুরী, কারণ শরীর সুস্থ থাকলে তবেই শিক্ষাগ্রহণ সম্ভব। তাই খেলাধুলা,শরীর চর্চার মাধ্যমে আমরা শিশুদের শারীরিক বিকাশে সাহায্য করি।
শিশুদের মানসিক বিকাশের স্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের মধ্যে উৎসাহ, উদ্দীপনার সঞ্চার ঘটাতে এবং কৌতূহল বৃদ্ধি করতে আমরা আমাদের পাঠক্রমে বিভিন্ন সৃজনমূলক কাজ এবং উপযুক্ত শিক্ষার মাধ্যমে কৌতূহল নিবারনের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করি। যার ফলে ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ ঘটে।
নৈতিক বিকাশ বাচ্চাদের পরিপূর্ণ বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পাঠক্রমে গল্পের মাধ্যমে বিভিন্ন নিয়ম নীতি, ভালো মন্দের জ্ঞান ইত্যাদি বিষয়ে পড়ানো হয়। কারণ সমাজের নিয়ম নীতি, ন্যায় অন্যায় বোধ, শ্রদ্ধাশীল জ্ঞান তৈরী হলে তবেই আজকের শিশুরা আগামীদিনের আদর্শ সমাজ গড়ে তুলবে।মানুষ সামাজিক প্রাণী। তাই সামাজিকরণের জন্য প্রতিটি শিক্ষার্থীর মধ্যে সামাজিক জ্ঞান ও দায়িত্ববোধ এবং সমাজ ও সংস্কৃতি সম্পর্কে সচেতন করে তোলা হয় আমাদের পাঠক্রমের মাধ্যমে।
ভারতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রাক-প্রাথমিক শিক্ষার পাঠক্রমের ভাষা হওয়া উচিত শিশুর মাতৃভাষা। যার ফলে প্রতিটি বিষয় সে ভাল ভাবে বুঝতে পারে। এই বিষয়টিকে মাথায় রেখে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ভাষা হল বাংলা। যা শিক্ষার্থীদের মধ্যে ভাষার বিকাশ ও পরিপূর্ণতা এনে দেয়।
আমাদের বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক শিক্ষিকা নিজ নিজ বিষয়ে উচ্চশিক্ষিত এবং শিক্ষাদানের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত।সর্বোপরি আমাদের শিক্ষালয়ে উপযুক্ত পরিবেশে, স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বন্ধুত্বপূর্ণ আচরণের মধ্য দিয়ে শিশুরা আনন্দ সহকারে পড়াশুনা করতে পারে।
শিক্ষা ব্যতীত কোনো জাতি তার সর্বাঙ্গীন উন্নতি ও সমৃদ্ধি অর্জন করতে পারে না। তবে, সে শিক্ষা হতে হবে মূল্যবোধে সমৃদ্ধ, কর্মমুখী এবং জীবনমুখী, যা মানুষকে সমাজের প্রকৃত সেবক হিসেবে গড়ে তুলবে। এই দর্শনকে হৃদয়ে ধারণ করে, উচ্চশিক্ষিত, দরদী ও বাস্তববাদী কিছু মানুষের একাগ্র প্রচেষ্টা, সৎ নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠিত হয়েছে স্বপ্নের শিক্ষাঙ্গন এস. কে. ব্রাইট একাডেমী।এই প্রতিষ্ঠান শুধু শিক্ষা দেয় না, বরং শিক্ষার্থীদের এমন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে, যারা সমাজের ইতিবাচক পরিবর্তনের পথপ্রদর্শক হয়ে উঠবে। আমাদের লক্ষ্য হলো শিক্ষা, স্বাস্থ্য এবং মূল্যবোধের সমন্বিত একটি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিশুদের মনে সততা, সাহস এবং দক্ষতার বীজ বপন করা, যাতে তারা ভবিষ্যতে সমাজ জীবনের অগ্রসৈনিক হিসেবে নেতৃত্ব দিতে পারে।
"আজকের শিশু আগামী দিনের সু-নাগরিক"—এই বিশ্বাস নিয়ে আমরা নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত একটি অনাবাসিক শিক্ষা কাঠামো গড়ে তুলেছি।শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে গড়ে তোলা এই প্রতিষ্ঠান গত ছয় বছর ধরে অগ্রযাত্রায় সাফল্যের স্বাক্ষর রেখেছে। এই প্রতিষ্ঠানের স্বপ্ন হলো এর প্রতিটি শিক্ষার্থীকে এমন যোগ্যতা ও আত্মবিশ্বাসে সমৃদ্ধ করা, যেন তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্য ও ন্যায়ের পথে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা কেবল শিক্ষাগত দক্ষতাই অর্জন করুক না, বরং সমাজের প্রতি দায়বদ্ধতা, সহানুভূতি এবং নৈতিকতার মূল্যবোধ নিয়ে একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনে অবদান রাখুক।
এস. কে. ব্রাইট একাডেমী -তে আমরা বিশ্বাস করি যে, একটি শিশুর প্রথম শিক্ষক তার পিতামাতা, কিন্তু একটি বিদ্যালয়ের শিক্ষাই তাকে একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে এবং উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে সহায়তা করে। শিক্ষকের মাধ্যমে শিশুরা জীবন ও জীবনবোধের শিক্ষা লাভ করে, যা তাদের মানবিক গুণাবলীর পূর্ণ বিকাশে সহায়ক। আমাদের দৃঢ় বিশ্বাস, শিক্ষাই একমাত্র পথ, যার মাধ্যমে একজন মানুষ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে।
এই মহান দায়িত্ব পালনের লক্ষ্যে এস. কে. ব্রাইট একাডেমী প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান শিশুদের সর্বাঙ্গীন বিকাশের জন্য একটি আদর্শ পরিবেশ প্রদান করে, যেখানে তারা জ্ঞান, নৈতিকতা, এবং সৃজনশীলতার সমন্বয়ে একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে প্রস্তুত হয়। আমাদের লক্ষ্য হল প্রতিটি শিক্ষার্থীকে এমন একজন মানুষ হিসেবে গড়ে তোলা, যিনি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।
আমাদের প্রতিশ্রুতি:
এস. কে. ব্রাইট একাডেমী প্রতিশ্রুতিবদ্ধ একটি সুস্থ, নৈতিক এবং সৃজনশীল শিক্ষা পরিবেশ গড়ে তুলতে, যেখানে প্রতিটি শিক্ষার্থী তাদের সর্বোচ্চ সম্ভাবনা অর্জন করতে পারে এবং সমাজের প্রকৃত পরিবর্তনকারী হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। আমাদের লক্ষ্য একটি শিক্ষিত, সচেতন এবং দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলা, যারা জাতির উন্নয়নের পথে ফ্রন্টলাইনে দাঁড়িয়ে নেতৃত্ব দেবে।
আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে সমস্ত শিক্ষানীতি সঠিক ভাবে বাস্তবায়ন করে থাকি আমরা যেসব শিক্ষানীতি পালন করে থাকি সেগুলি হল -
বর্তমানে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। তবে ভবিষ্যতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাড়ানো হবে।
নার্সারী থেকে দ্বিতীয় শ্রেণী: সকাল ৭ টা থেকে সকাল ১০:৩০ টা পর্যন্ত।
তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী: সকাল ১১:৩০ টা থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত।
আমাদের বিদ্যালয়ে কম্বাইন্ড মিডিয়াম (বাংলা + ইংলিশ) ভাষায় পড়ানো হয়।
স্কুল থেকে পাঠ্য বইয়ের লিস্ট দিয়ে দেওয়া হয় যা দিয়ে আপনারা বুকে স্টল থেকে কিনে নিতে পারবেন। স্কুলের নির্দিষ্ট ড্রেস কোড আছে এবং ড্রেস বাইরে থেকে ম্যানেজ করতে হয়।
আমাদের বিদ্যালয় অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন। CCTV, স্মার্ট ক্লাসরুম, Spoken English, সাংস্কৃতিক চর্চা, বাচ্চাদের জন্য অডিও ভিজুয়্যাল পদ্ধতিতে শিক্ষাদানের ব্যবস্থা আছে।
স্কুলের ভার যাতে বাড়িতে নিয়ে যেতে না হয় সেজন্য স্কুল ছুটির পর স্কুলের মধ্যে থেকে অতিরিক্ত পড়াশুনা এবং তার সাথে শারীরিক বিকাশের জন্য খাবারের ব্যাবস্থা। দুপুরের খাবার এবং বিকালের টিফিনের পর সন্ধ্যা ৭টায় ছুটি।
দূরের ছাত্রছাত্রীদের জন্য নির্দিষ্ট স্কুলবাস আছে।
নার্সারিতে ভর্তির জন্য নুন্যতম বয়স হতে হবে 3 বছর। শিক্ষাবর্ষের শুরুতে অন্য যেকোনো ক্লাসেও ভর্তি নেওয়া হয়। ভর্তির বিস্তারিত তথ্য আমাদের ভর্তির কলামে দেওয়া আছে।
নার্সারি ক্লাস থেকেই যে আপনার সন্তানকে ভর্তি করতে হবে তার কোনো নিয়ম নেই। বয়েস অনুযায়ী যেকোনো ক্লাসে আপনি আপনার সন্তানকে ভর্তি করতে পারেন। তবে আমাদের বিদ্যালয়ে প্রথম থেকে পড়লে আপনার সন্তানের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে।
যেকোনো ক্লাসে ভর্তির জন্য আবেদন পত্র বিদ্যালয় থেকে সংগ্রহ করা যেতে পারে বা বিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায় এবং নির্দিষ্ট সময়ে সমস্ত ডকুমেন্ট সহ আবেদন পত্রটি আমাদের স্কুলে জমা দিতে হবে। অনলাইনে আবেদন করার ব্যবস্থাও আছে।